২০১২-১২-২৯
0 comments

ব্লগস্পটে সহজেই সরান তারিখ, লেখকের নাম, কমেন্ট সংখ্যা, লেবেলে পোস্টের সংখ্যা আর পোস্টের মাঝে ইচ্ছেমত বসান এডসেন্স এড

শনিবার, ডিসেম্বর ২৯, ২০১২

ব্লগস্পটের ব্লগে প্রতিটি পোস্টেই তারিখ, লেখকের নাম, কমেন্ট সংখ্যা থাকে। আবার লেবেল থেকে দেখা যায় কোন বিষয়ে কয়টি লেখা। কিন্তু অনেকেই চান না তাদের পোস্টে এগুলো দেখাতে। একাজটি খুব সহজেই করা যায়।
এজন্য প্রথমেই যে ব্লগের জন্য এটা করতে চান তার লেআউট পেজে যান তারপার নিম্নের দেখানো অংশে যা ব্লগে পোস্টের এডিট মেন্যু।
Blogger -- Edit Layout_1264641650821
এরপর নিচের মত উইন্ডো ওপেন হবেঃ
untitled
এবার এখান থেকে পোস্টে তারিখ, সময়, লেখকের নাম, কমেন্ট সংখ্যা যেটা রাখতে চান সেটার পাশে চেক দিন আর না রাখতে চাইলে সেটার পাশের বক্সে আনচেক দিন তাহলেইই হয় যাবে। আর যদি চান এডসেন্স এড পোস্টগুলোর মাঝে বসাবেন তাহলে শেষের এডস বিটুইন… বক্সটি চেক করুন। এডসেন্স কনফিগার করার যে বক্সটি ওপেন হবে তা থেকে এডের সাইজ, কালার এবং কয়টি পোস্ট পরপর মাঝে এড বসবে তা ঠিক করে দিন। ব্যাস এবার সেভ করলেই হয়ে গেল।
আর যদি চান লেবেলে পোস্টের সংখ্যা দেখাবেন না বা লেবেল কে মন্যু বা অন্য কোন নাম দেবেন তাহলে একইভাবে লেবেল এর এডিট অপশনে যান তারপর নিচের মত পপ আপ উইন্ডো ওপেন হবে।
Blogger -- www.earnbd24.co.cc -- Configure Labels_1264656992402
এবার এখান থেকে লেবেল কে অন্য কোন নাম দিতে পারেন আর লেবেলে পোস্টের সংখ্যা যদি দেখাতে না চান তাহলে নিচের বক্সটি আনচেক করে দিলেই হবে। তারপর যথারীতি সেই সেভ।
পূর্ব প্রকাশ http://www.earnbd24.co.cc/
 
Toggle Footer
Top